হোম > সারা দেশ > ঢাকা

কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু 

জবি প্রতিনিধি

কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী উম্মে নিসা জীম মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। উম্মে নিসা জীমের বাবা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জীম বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।   

জীমের বাবা জানান, জীম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ, রক্তশূন্যতা, পায়ের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। ২০১১ সালে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে প্রায় দেড় মাস কোমায় ছিলেন। প্রায় সব সময়ই রোগাক্রান্ত থাকতেন জীম। 

জীমের সহপাঠীরা জানান, অসুস্থ অবস্থায়ও দ্বিতীয় সেমিস্টারের দুটি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন জীম। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ৷ 

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘সে অনেক দিন ধরে অসুস্থ ছিল। ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল ৷ কিন্তু সে এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতে পারিনি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের বিভাগ সব সময়ই পাশে থাকবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন