হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পুলিশের পাঁচ এসআইকে হঠাৎ বদলি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) জনবলের সংকট দেখিয়ে হঠাৎ পাঁচ পুলিশ সদস্যকে জিএমপিতে সংযুক্ত (বদলি) করা হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সজীব দেবনাথ, মমিনুল ইসলাম, মেহেদী হাসান ও শুভ মন্ডল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জানতে চাইলে ওসি শাহ আলম বলেন, ‘ওই পাঁচজন এসআইকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত করা হয়েছে এবং পরে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁদের দায়িত্বে পাঠানো হবে। আমি মৌলিকভাবে এ বিষয়ে জেনেছি।’

উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ইজতেমার প্রায় দুই মাস বাকি। সঠিকভাবে জানি না কেন আমাদের প্রতি এমন আদেশ দেওয়া হলো। পাঁচজনের মধ্যে তিনজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন। আমি ও এসআই শুভ মন্ডল এখনো যোগ দিইনি। আমি শারীরিকভাবে অসুস্থ। তবে বিট পুলিশিংয়ের কাজে দায়িত্বে অবহেলার অভিযোগে আমাদের সরিয়ে নেওয়া হয়েছে কি না, এটি এখনো জানি না।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মো. মাহবুব উজ জামান বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে পাঁচজন উপপরিদর্শককে (এসআই) সংযুক্ত করা হয়েছে। বিট পুলিশিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় বদলির প্রশ্নে তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার বিষয়টি সঠিক নয়। এটি স্বাভাবিক ব্যাপার।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি