হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের বেহাল দশা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রায় পাঁচ শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় পাঁচ লক্ষাধিক শ্রমিক। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে টঙ্গীর মন্নু গেট এলাকায় স্থাপিত হয় টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্র।

টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরায় বর্তমানে একটি ভাড়া করা ভবনে কার্যক্রম চলছে। 

শ্রম কল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০০২ সালে টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দুই দশক পেরিয়ে গেলেও ভবনটি পুনর্নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

সরেজমিনে দেখা যায়, একতলা ভবনের দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে। ছাদেও একাংশের ভবন তৈরিতে ব্যবহৃত রড বের হয়ে আছে। কোথাও কোথাও দেয়ালের ইট ধসে পড়েছে। ভবনের আশপাশে ঝোপঝাড় পরিষ্কার না করায় জন্ম নিয়েছে মশা।

নাম প্রকাশহীন শর্তে কেন্দ্রটির এক কর্মকর্তা বলেন, ‘ভবনটির ভেতরে কাজ করা সম্ভব নয়। তাই গত ডিসেম্বরে পার্শ্ববর্তী একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে শ্রমিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’ 

স্থানীয় দোকানি হেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর মাদকসেবীরা ভবনটির ভেতরে মাদকদ্রব্য সেবন করে। ভবনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় ছিনতাইকারীরা ছিনতাইয়ের আগে ও পরে এখানে অবস্থান করে।’ 

টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার বলেন, ‘ঝুঁকি থাকায় ভবনটি পুনর্নির্মাণ না করা পর্যন্ত পাশেই একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। দ্রুতই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।’ 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান