ঢাকা: করোনাভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় ধাপের চিকিৎসা শুরু হচ্ছে চলতি সপ্তাহেই।এর আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে সেজন্য তাকে বাইরে নেয়া হবে না। বাসাতেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
আজ শুক্রবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন।
এ জেড এম জাহিদ বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে। আগামী সপ্তাহে করোনার পরীক্ষাসহ তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা কোনদিন হবে-এটা এখনও ঠিক করা হয়নি। তবে পরীক্ষা বাসাতেই করা হবে।
১১এপ্রিল বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যান রিপোর্টে তার শরীরে খুবই সামান্য করোনার সংক্রমণ পাওয়া যায়। শুরু থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।