হোম > সারা দেশ > গাজীপুর

আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন হাসানের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় এলাকার রূপায়ন সিটির বিপরীত পাশে দুই দফায় হামলা চালানো হয়।

হামলার পরপরই উত্তরায় বসবাসরত সাংবাদিকেরা হাসানকে সেখান থেকে উদ্ধার করে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সংবাদকর্মীদের সেখানে সদস্য করতে দাবি জানান নুরুল আমিন হাসান। তবে প্রেস ক্লাবের একটি কুচক্রী মহল পেশাদার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, হলমার্ক কেলেঙ্কারির আসামিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারীদের সদস্য করে। এ নিয়ে প্রতিবাদ করেন হাসান। অভিযোগ ওঠে, এরই জেরে বুধবার (৯ নভেম্বর) উত্তরা প্রেসক্লাব নামের একটি মেসেঞ্জার গ্রুপে তুরাগের মিরাজ শিকদার ও দক্ষিণখানের তাসলিমা তমা সাংবাদিক হাসানকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পেটানোর হুমকি-ধমকি দেন। পরে শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিক হাসান উত্তরা প্রেস ক্লাবে গেলে হামলা চালায় দুর্বৃত্তরা।

সাংবাদিক নুরুল আমিন হাসান বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের প্রাঙ্গণে যাওয়ার পরই পরিস্থিতি ঘোলাটে দেখতে পাই। আমি চলে আসার চেষ্টা করলে তমা ও মিরাজ শিকদারসহ ওদের সহযোগীরা এলোপাতাড়ি মারধর শুরু করে।’

হাসান আরও বলেন, ‘উত্তরা প্রেস ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূতভাবে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ব্যতীত এক সিদ্ধান্তে কিছু ভুঁইফোড় এবং সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের নতুন সদস্য করা হয়। যার কারণে প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গ্রুপ হয়ে আমার ওপর হামলা চালানো হয়।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে সাংবাদিক হাসানকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ দিলে মামলা হবে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ