হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকে পণ্যের আড়ালে ৪২ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় আটককৃতদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ ৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। এর আগে ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মৃত জসীম উদ্দিনের ছেলে মো. আজিজ (৩৩) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার আব্দুল মান্নানের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫)।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তাঁরা মূলত পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকে পণ্যের আড়ালে অবৈধ মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামিদের মাদক ব্যবসার সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে। উক্ত সিন্ডিকেটকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির