হোম > অপরাধ > ঢাকা

হালখাতা করে ফেরার পথে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা মধ্যপাড়া গ্রামের গয়দেব ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। 

মিজানুর রহমানের বড় ভাই মো. হরুন অর রশিদ সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তাঁর দোকানে আজ হালখাতা ছিল। গুলির ঘটনার অল্প কিছুক্ষণ আগে ছেলে প্রিন্সের হাতে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এরপর দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।’ 

হারুন অর রশিদ বলেন, ‘আমার ভাইয়ের মোটরসাইকেলে মিজান নামের হোমেনডাঙ্গা গ্রামের এক ব্যক্তি ছিলেন। তাঁর কাছ থেকে জানতে পেরেছি, আমার ভাই বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি এসে তাঁর গতি রোধ করে মাথায় গুলি করে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।’ 

আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে হারুন বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে দেখব কী করা যায়।’ 

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে