হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ২ জন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্যজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল শনিবার কাশিয়ানী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পৃথক দুই স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) এবং একই গ্রামের বিশ্বম্ভর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৬৫)। 

এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল্লাহ আল মামুন। 

এ বিষয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের কালু শেখ জমিতে ঘাস কাটতে যান। পথে ওই গ্রামের হারুন মোল্লার ইরি-বোরো ধানের ব্লকে টাঙিয়ে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান কালু। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাতে তাঁকে খুঁজতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। পরে তাঁর মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

অন্যদিকে, সন্ধ্যায় একই গ্রামের বিলে মাছ ধরতে গিয়ে ফিরে না আসায় বিশ্বজিৎ বিশ্বাসকে রাতে খুঁজতে বের হন তার বাবা সনাতন বিশ্বাস। ছেলেকে খুঁজতে গিয়ে স্থানীয় তাজেন বিশ্বাসের ইরি-বোরো ধানের ব্লকে টাঙিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরিবারের লোকজন খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 

এসআই আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সনাতন বিশ্বাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিহত কালু শেখের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির