হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুর্ভোগ নিয়ে গ্রামে ছুটছে মানুষ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

টানা তিন দিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে মহাসড়কে কাজ করতে দেখা গেছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, যানবাহনের সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। 

যাত্রীদের অভিযোগ, বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন টিকিট কাউন্টারের কর্মীরা। তাঁদের দাবি, সরকারের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রীরা গন্তব্যস্থলে ছুটছেন। যানবাহন কম থাকায় অনেককেই মাইক্রোবাসে চড়ে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। 

হাফিজুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘যাত্রী বেশি থাকায় আজও বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ২০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাইছে। যেতে তো হবেই, তাই বাড়তি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।’ 

সফিকুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে ফেনী যাব বলে ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো বাস শিমরাইল মোড়ে এসে পৌঁছায়নি। কখন নাগাদ বাস আসবে জানি না। পরিবার নিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’ 

এ ব্যাপারে ড্রিমলাইন পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘প্রতিটি পয়েন্টে যাত্রীদের চাপ বেশি থাকায় আমাদের নির্দিষ্ট সময়ে বাসস্ট্যান্ডগুলোতে আসা সম্ভব হচ্ছে না। তবে গতকাল রাতের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে।’ 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টানা ছুটির কারণে মহাসড়কে যাত্রীদের চাপ বেশি আছে। যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ছয়-সাতটি টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে। ওসি বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো পয়েন্ট ছাড়া বাস থামতে দিচ্ছি না। এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট