টানা তিন দিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিমকে মহাসড়কে কাজ করতে দেখা গেছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, যানবাহনের সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রীরা গন্তব্যস্থলে ছুটছেন। যানবাহন কম থাকায় অনেককেই মাইক্রোবাসে চড়ে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
হাফিজুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘যাত্রী বেশি থাকায় আজও বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ২০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা চাইছে। যেতে তো হবেই, তাই বাড়তি ভাড়া দিয়েই গ্রামে যাচ্ছি।’
সফিকুর রহমান নামের আরেক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে ফেনী যাব বলে ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো বাস শিমরাইল মোড়ে এসে পৌঁছায়নি। কখন নাগাদ বাস আসবে জানি না। পরিবার নিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, টানা ছুটির কারণে মহাসড়কে যাত্রীদের চাপ বেশি আছে। যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ছয়-সাতটি টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে। ওসি বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো পয়েন্ট ছাড়া বাস থামতে দিচ্ছি না। এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।’