বাংলাদেশি বংশোদ্ভূত এক কানাডীয় তরুণীকে আটকে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশি বাবা–মায়ের বিরুদ্ধে। ঢাকায় কানাডিয়ান হাইকমিশন বিষয়টি নিয়ে আইন ও সালিস কেন্দ্র এবং ব্লাস্টের সঙ্গে যোগাযোগ করলে হাইকোর্টে রিট (হেভিয়াস কর্পাস) করা হয়।
শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ তাঁকে আগামী রোববার হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন।
জানা যায়, ওই তরুণীর বাবা–মা তাঁকে গত বছর কানাডা থেকে দেশে নিয়ে আসেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী শাহিনুজ্জামান।