হোম > সারা দেশ > গাজীপুর

চেক জালিয়াতি মামলায় অধ্যক্ষ কারাগারে

গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  আব্দুল খালেককে চেক জালিয়াতির দুটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক জালিয়াতি মামলার হাজিরা দিতে গেলে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।

অধ্যক্ষ আব্দুল খালেক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার তলা গ্রামের মোহাম্মদ আম্বর আলীর ছেলে। তিনি গাড়ারণ খলিলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে ২০১৪ সাল থেকে কর্মরত রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল খালেক চেক দিয়ে শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রামের মো. বুলবুল হোসেনের নিকট থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া একই গ্রামের কামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন। একই কায়দায় মাদ্রাসার সহযোগী অধ্যাপক শফিকুল ইসলামের নিকট থেকে ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন। দীর্ঘদিনেও চেকের বিনিময় নেওয়া টাকা পরিশোধ করেনি অধ্যক্ষ আব্দুল খালেক। এ ঘটনায় ভুক্তভোগীরা গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। আজ বুধবার অধ্যক্ষ আব্দুল খালেক আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁর দুটি মামলার জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। এ ছাড়া আব্দুল খালেকের বিরুদ্ধে মাদ্রাসায় ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। 

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) অঞ্জন কুমার সরকার বলেন, অধ্যক্ষ জেল হাজতে পাঠানোর বিষয়টি আমার জানা নেই। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির