হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্রস্তুতি সভা থেকে বিএনপির ৫৭ নেতা-কর্মী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতিসভা থেকে বিএনপির আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে পুলিশ। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হবে। 

আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করেন গাজীপুর মহানগর তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে বিএনপির ৫৭ জন নেতা-কর্মীকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাতেই ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। থানার হাজতখানায় স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় আসামিদের স্থানান্তর করা হয়। 

গতকাল রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশকে কেন্দ্র করে বৈঠক থেকে বিএনপির নেতাদের আটক করা হয়। পরে রাতেই ৫৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

এদিকে থানায় আটকের পর আসাদুজ্জামান আসাদ নামে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ দলীয় গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুয়েল মণ্ডলের বড় ভাই। গ্রেপ্তার বাকি নেতা-কর্মীদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হবে। টঙ্গী পূর্ব থানায় স্থান-সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী দুটি থানায় তাঁদের রাখা হয়েছে।

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার