হোম > সারা দেশ > ঢাকা

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি সাবেক নির্বাচন কমিশনারের

সাভার (ঢাকা) প্রতিনিধি

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকাল ১১টায় গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে তিনি এ দাবি করেন। 

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, 'বর্তমান নির্বাচন কমিশনাররাই বলছেন তাঁরা নিজেরা ভেঙে পড়েছেন ৷ মাহবুব তালুকদারতো সবার সামনেই বলেছেন ৷ আরেকজন বলেছেন দেশের নির্বাচন যেভাবে হয়েছে আমার ইউনিয়নে যেন সেভাবে নির্বাচন না হয়। তাঁরা নিজেরাই বলছে তাঁরা ভেঙে পড়েছে, তাঁরা আর করতে পারছে না।' 

ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, 'কোনো দেশেই শত ভাগ বলবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকা এবং ইংল্যান্ডও বলেতে পারবে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কোনো দেশের নাগরিকরা মনে করেন ৭০ ভাগ ভোট নিজেরা নিজেদের মনোনীত জায়গায় দিতে পেরেছে সেটাকে আমরা বলি সুষ্ঠু নির্বাচন হয়েছে।' 

গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ আয়োজিত 'ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান' শীর্ষক বিশেষ সেমিনারের সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। 

এ সময় আরও আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।  

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন