হোম > সারা দেশ > ঢাকা

জবিসাসের বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) প্রকাশিত ‘গণমাধ্যম; প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। 

আজ রোববার বেলা দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান শুরু হয়। জবিসাসের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান জোবায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

এ সময় তিনি বলেন, ‘আমাদের ছাত্ররা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক এগিয়ে যাচ্ছে। সাংবাদিক সমিতি আজকে তাদের বার্ষিক স্মরণিকা বের করেছে। সারা জীবন এটা তাদের সম্পত্তি হিসেবে থাকবে। এখানে ছবিগুলো দেখলেই বোঝা যাবে সংগঠনে যারা সময় দিয়েছে। এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।’ 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের এই স্মরণিকা প্রকাশের মাধ্যমে তারা নিজেদের যোগ্যতার জানান দিয়েছে। আমি হয়তো চলে যাব, দিন শেষে এই স্মরণিকা আমার কাছে থাকবে। আমি সবার মঙ্গল কামনা করি।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন