মাদারীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারক পাল (২৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার রাস্তি-পুরানবাজার সড়কের আহমদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারক পাল মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার বাবু পালের ছেলে।
পুলিশ জানায়, ইটবোঝাই করে একটি ট্রাক মাদারীপুর শহরের পুরানবাজারের দিকে যাচ্ছিল। রাস্তি-পুরানবাজার সড়কের আহমদিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলচালক তারক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে তারক পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।