হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

বেতন বাড়ানোর দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে চলমান আন্দোলনে গাজীপুরের বিভিন্ন এলাকায় ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা মহাসড়কে চলাচলকারী ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। শিল্প পুলিশ ও জেলা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে আন্দোলনকারী শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে ধাওয়া করেন। 

পরে পুলিশ আত্মরক্ষার্থে গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। শ্রমিকেরা ফাঁড়ির প্রবেশ গেট, ফাঁড়ির জানালার গ্লাস এবং সাইনবোর্ড ভাঙচুর করেন। 

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন আজ অব্যাহত আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কালিয়াকৈরে মৌচাক ফাঁড়ি এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা অবস্থান নিয়েছেন।’ তবে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের বিষয়ে তিনি জানেন না বলে জানিয়েছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলছেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২৩ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকা থেকে শ্রমিক আন্দোলনের শুরু হয়। ওই দিন স্থানীয় পাঁচটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ শুরু করেন। 

পরে শ্রমিক বিক্ষোভ গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, নাওজোর, ভোগড়া, চান্দনা চৌরাস্তা, কলম্বিয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। 

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেন শ্রমিকেরা। গাজীপুর মহানগর নলজানী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাসন সড়ক এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাবের টহল চলছে। 

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন। আজকে অধিকাংশ কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের সংখ্যা কিছুটা কম। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ