হোম > অপরাধ > ঢাকা

কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী, এক্স-রেতে শনাক্ত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে পথচারী এক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতেনাতে ধরে ফেলার পর সেই দুল গিলে ফেলে ছিনতাইকারী। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে পথচারীরা। 

আজ শনিবার বেলা দেটার দিকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভুগী গৃহবধূ সোনিয়া আক্তার বলেন, তাঁরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকেন। কেনাকাটার জন্য স্বামী রাসেল ও ছেলেকে নিয়ে গুলিস্তান এসেছিলেন। গুলিস্তান ফুলবাড়িয়ায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এক ছিনতাইকারী তাঁর ডান কানের দুল ধরে টান দেয়। স্বর্ণের দুল নিয়া পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর পিছু নেন স্বামী রাসেল। কিছুদূর গিয়ে তাকে ধরে ফেললে তখন সে দুলটি গিলে ফেলে। তখন স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

রাসেল বলেন, ছিনতাইকারীকে ধরতে গিয়ে তিনি নিজেও রাস্তায় পড়ে যান। পায়ে সামান্য ব্যথাও পান। তবুও তার পিছু ছাড়েনি। তাকে ধরে ফেলার পর দুলটি নিজের মুখে ঢুকিয়ে ফেলে। অনেকবার বলার পরও সে মুখ থেকে দুল বের করে দেয়নি। 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার আজকের পত্রিকাকে, ‘ভুক্তভুগীর স্বামী নিজেই ওই ছিনতাইকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, তার পেটে দুলটি রয়েছে। সেটি বের করার পক্রিয়া চলছে। এ ছাড়া ছিনতাইকারী ওই যুবক নিজের নাম রুবেল (২৫) বলে দাবি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ