হোম > অপরাধ > ঢাকা

সড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ। ইউনিয়নের দুর্গাবদী শ্রীনদি সড়কের কাঁঠালের ব্রিজসংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে গতকাল বৃহস্পতিবার এসব ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

সড়কের পাশে ওষুধ পড়ে থাকার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মধ্যে গতকাল রাতেই কে বা কারা সেখান থেকে বেশ কিছু ওষুধ সরিয়ে ফেলে। এখনো সেখানে অসংখ্য ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

নুহু খন্দকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গতকাল গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুজন লোক আমাকে বলল রাস্তার পাশে খাদে অনেক ওষুধ পড়ে রয়েছে। তবে আজ আবার যখন আসলাম, দেখলাম অনেক ওষুধ কেউ নিয়ে গেছে। আমরা জানি না, ওষুধগুলো কোথা থেকে কীভাবে এসেছে বা কারা নিয়ে গেছে।’

ইয়াসির মুন্সি নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা রাস্তার ঢালে নেমে দেখেছি এবং ওপরেও দেখেছি অনেক সরকারি ওষুধ আছে। এগুলো কোথা থেকে এসেছে, জানি না।’

রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ‘এতগুলো ওষুধ একসঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা, ভাবনার বিষয়। কারণ, এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির