হোম > সারা দেশ > গাজীপুর

ভারতে চিকিৎসার জন্য বেরিয়ে ঢাকায় ছিনতাই পাসপোর্টসহ সর্বস্ব

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নগদ টাকা, পাসপোর্ট, বাসের টিকিট ও মোবাইল ছিনতাই হওয়ায় চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে ব্রেইন টিউমারে আক্রান্ত কৃষক আমিনুল ইসলামের (৫৩)। গতকাল সোমবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় সঙ্গে থাকা সর্বস্ব ছিনতাইয়ের শিকার হন তিনি ও তাঁর বোন।

এ ঘটনা গতকাল রাতেই মৌখিক অভিযোগের পর আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর ভাই নজরুল ইসলাম। তবে পুলিশ বলছে, ছিনতাইকারী শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। 

ভুক্তভোগী আমিনুল ইসলামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামে। 

পরিবার বলছে, বড় বোন হোসনে আরা বেগমকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছিলেন ভারতের কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে বাসযোগে রাজধানীর আবদুল্লাহপুর বাস কাউন্টারে আসছিলেন তাঁরা। আব্দুল্লাহপুর পৌঁছে রাত সাড়ে এগারোটার বাসে যশোরের বেনাপোল এবং সেখান থেকে বর্ডার অতিক্রম করে ভারতের কলকাতার ‘টাটা মেমোরিয়াল হাসপাতালে’ যাওয়ার কথা ছিল তাঁদের। 

পথে রাত সাড়ে ৯টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছাতেই হঠাৎ বাসে ছিনতাইকারীর কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে পাসপোর্ট, নগদ টাকা, বাসের টিকিটসহ মোবাইল ছিনিয়ে নেয়। 

ভুক্তভোগীর ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আমার ভাই-বোন। এ সময় সম্রাট পরিবহনের (ঢাকা মেট্রো-৪৪৩০) একটি বাসে রাজধানীর আবদুল্লাহপুরের উদ্দেশে রওনা হয়। রাতে তাদের বাসটি টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।’ 

নজরুল ইসলাম আরও বলেন, ‘তাদের বাসটি মিলগেট পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এ সময় বাস থামিয়ে দুই বাসের চালক ও হেলপার ঝগড়া শুরু করে। এরই মধ্যে দুই ছিনতাইকারী বাসের জানালা দিয়ে উঠে তাদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে ব্যাগ নিয়ে সটকে পড়ে। ওই ব্যাগটিতেই ছিল দুজনের পাসপোর্ট, বাসের টিকিট, চিকিৎসাবাবদ নগদ ৬০ হাজার টাকা, ৮ হাজার ইন্ডিয়ান রুপিসহ দুইটি মোবাইল ফোন।’ 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আশপাশে কোথাও কোনো সিসিটিভি নেই। আমরা ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

তবে ছিনতাইকারী শনাক্ত হয়েছে দাবি করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খুব দ্রুতই আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’ 

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল