নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় মগবাজার এলাকায় কাজ করা হবে। এ কারণে বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ থাকবে না।