হোম > সারা দেশ > ঢাকা

পড়ে থাকা বস্তায় মুমূর্ষু পোশাকশ্রমিক, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

মারধরের পর রবিউল ইসলাম (২২) নামে এক পোশাকশ্রমিককে মৃত ভেবে বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় এক রিকশাচালক পড়ে থাকা বস্তাটি নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি বস্তা খুলে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাটি ঘটে আজ সোমবার ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায়। তবে বেধড়ক মারধরের পর বস্তায় ভরে কবে তাঁকে ওই স্থানে ফেলা হয়েছে, তা কেউ বলতে পারছে না। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আশুলিয়ার ইউনিক এলাকার আলম ভূঁইয়া (৫৫), সেলিম ভূঁইয়া (৪০), আজহার ভূঁইয়া (২৪), ফারুক ভূঁইয়া (৩৫) ও ফরহাদ ভূঁইয়া (৩০)। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত পোশাকশ্রমিক ঢাকার আশুলিয়ার গাজিচটের আলতাফ হোসেনের ছেলে ৷ তিনি স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকার একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি ঝুটের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

আশুলিয়া থানার পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার ইউনিক এলাকায় গ্রেপ্তার আলম ভূঁইয়ার ছেলেসহ কয়েকজন মারধরের শিকার হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত রবিউল ওই মামলার আসামি ছিলেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল আশুলিয়া থানায় মারধরের একটি মামলার আসামি ছিলেন। ওই ঘটনার জের ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়ে থাকতে পারে। পরে মৃত ভেবে রবিউলকে বস্তায় ভরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’ 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ সোমবার দুপুরের দিকে একজন রিকশাচালক ধামরাই থানার ভাড়ারিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা নড়াচড়া করতে দেখেন। এ সময় তিনি রিকশা থেকে নেমে বস্তা খুলে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করেন। তাঁর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক