হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি

টঙ্গী: গাজীপুর মহানগরীর পুবাইলে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নির্যাতিতা নারীর মামলার প্রেক্ষিতে আজ বুধবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতা ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত আল আমিন পেশায় একজন কবিরাজ। তিনি পুবাইলের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, দুই সন্তানের জননী ওই নারী তালাকপ্রাপ্তা ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সন্তান না হওয়ায় দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্বামীকে ফিরিয়ে আনতে স্থানীয় কবিরাজ আল আমিনের কাছে যান তিনি। স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে ধর্ষণ করেন কবিরাজ আল আমিন। এ সময় ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে রাখা হয়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে কয়েকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন আল আমিন। ঘটনার কয়েক মাস পর থানায় গিয়ে মামলা করেন নির্যাতিতা ওই নারী।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।   

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারীর মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার