হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও কয়েকটি ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় আজ বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ জন্য বেলা ৩টা থেকে জেলা বিএনপির সেক্রেটারি গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন, সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকেন। তবে আগে থেকে মোতায়েন করা পুলিশ নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। বেলা সাড়ে ৩টায় এ নিয়ে তাঁদের মধ্যে তর্কের একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা শুরু করলে নেতা-কর্মীরা রাস্তা থেকে সরে যান। 

পরে বিএনপি নেতা-কর্মীরা আবারও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিপেটা করেছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন।’ 

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘পুলিশের টিয়ারশেলের কারণে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আমাদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে, তারা আমাদের উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিই। বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির