নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কসংলগ্ন হীরাঝিল আবাসিক এলাকায় অবস্থানরত বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে হীরাঝিল আবাসিক এলাকার মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
এ সময় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তানজীর কবির সজুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ এই হামলা চালানো হয়। বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী দৌড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের মধ্যে পড়ে আহত হন দোকানি বাবু (৪০)।
বেলা সাড়ে ১১টায় মহাসড়কে বিএনপি ও পুলিশের সংঘর্ষের পর দলটির নেতা-কর্মীরা হীরাঝিল গলিতে অবস্থান নেন। পরে পৌনে ১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গলির ভেতরে ঢুকে হামলা চালান। একপর্যায়ে বাবু একটি বাড়িতে প্রবেশ করলে সেখানে ঢুকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন আওয়ামী লীগের কর্মীরা। পরে এলাকার মানুষের সহযোগিতায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা তাঁদের নেতার নির্দেশে অলিতে-গলিতে ঢুকে হামলা চালাচ্ছে আমাদের ওপর। সাধারণ মানুষও তাদের মারধর থেকে রেহাই পাচ্ছে না। বাবু আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কর্মী বলে প্রথমে শুনেছিলাম। পরে জেনেছি তিনি সাধারণ দোকানি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’