হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি, গাজীপুর 

ট্রেনে কাটা পড়ে টঙ্গীর পৃথক স্থানে অজ্ঞাত দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার  রাত ১১টায় টঙ্গীর নতুনবাজারসংলগ্ন গাজীবাড়ি ও দিবাগত রাত সাড়ে ১২টায় টঙ্গী বাজার রেলব্রিজ এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। মরদেহ দুইটি উদ্ধার করেছে  টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ।
আজ সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ ওই দুই নারীর মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকায় পৌঁছায়। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় (৬৫) বছর বয়সী এক বৃদ্ধ নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।
 
অপরদিকে  রাত সাড়ে ১২টায় তুরাগ নদের ওপর টঙ্গী  বাজার রেলব্রিজের পশ্চিম লাইনে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া ওই নারীর মরদেহের পায়ের গোড়ালি ও হাতের কিছু অংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহের বাকি অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে গেছে। পরে ওই নারীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয় । তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ওই নারীর বয়স শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ