হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষ, কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার

আজকের পত্রিকা ডেস্ক­

বাসের সঙ্গে সংঘর্ষে উল্টে গেছে ট্রাক। ছবি: সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী থেকে ঢাকার বাসায় আসতেন তিনি। শুক্রবার ও শনিবারের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে যেতেন। ব্যতিক্রম হয়নি গত সপ্তাহেও। ছুটি কাটিয়ে আজ রোববার ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু রাজধানীর গণ্ডিও পার হতে পারেননি। বেপরোয়া বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কেই ঝরেছে এ ব্যাংক কর্মকর্তার প্রাণ।

আজ রোববার ভোরে রাজধানীর পল্টন মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহতের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন। নিহত জাকির হোসেনের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, জাকিরের পরিবার বাড্ডায় থাকেন। তবে মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সঙ্গে শুক্র ও শনিবার ছিলেন। রোববার ভোরে নোয়াখালী যাওয়ার জন্য ঢাকার বাড্ডার বাসা থেকে ব্যাটারি চালিত রিকশাযোগে বের হন। রিকশাটি পল্টন আসলে এই দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন।

পল্টন থানার এসআই আরিফউল্লাহ জানান, ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। গুরুতর আহত হন রিকশাচালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।

এসআই আরও জানান, ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজনই পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ