হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা আ.লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল: মির্জা আজম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম। তিনি বলেছেন, ঢাকা বিভাগের ১৭টি সাংগঠনিক জেলার মধ্যে সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল হলো কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ দুর্বল কাঠামো নিয়েই কাজ চলছে এ জেলায়। 

আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে রিপোর্ট আমার কাছে হস্তান্তর করা হয়েছে, সে অনুযায়ী জেলার অনেক ইউনিটের দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৭ বছর। কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৫ বছর।’ কীভাবে এসব সংগঠনের কার্যক্রম চলছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ আফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওসার, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জাকিয়া নূর লিপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

 সভায় চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কিশোরগঞ্জে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সকল ইউনিটের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনে নতুন কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার কথাও বলেন বক্তারা। 

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১