গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (২৯) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গীর নীমতলী রেলগেট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়রা ওই এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি ফেলে দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাসুদ বলেন, মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।