হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আজও শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

আজ শনিবার সকাল ১০টা থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর এলাকা এবং জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক সফিপুর এলাকায় কয়েকটির কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ ও কারখানার সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা গত ২৩ অক্টোবর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। গত কয়েক দিনে এসব এলাকায় ব্যাপক কারখানা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়। 

আজ শনিবার গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর উপজেলার অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধ থাকায় শনিবার সকাল ৯টা থেকে কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় শ্রমিকেরা জড়ো হতে থাকেন। কয়েক হাজার শ্রমিক সেখানে জড়ো হয়ে গেলে সকাল ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই এলাকায় উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়। পরে শ্রমিকেরা আবারও এক কিলোমিটার সামনে গিয়ে তিতাস ফিলিং স্টেশনের সামনে গিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন। কয়েকটি স্থানে শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। 

কোনাবাড়ী এলাকার কয়েকটি কারখানার আন্দোলনকারী শ্রমিকেরা জানান, তাঁদের অনেকের ন্যূনতম বেতন ৮ থেকে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমান বাজারে এই টাকা দিয়ে তাঁদের জীবন ধারণ করা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই তাঁরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তাঁরা জানান। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, আজকেও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের শান্ত রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান