হোম > সারা দেশ > ঢাকা

অনশনে বাধা প্রদানকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবি জবি ছাত্র ফ্রন্টের 

জবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচিতে বাধা প্রদানকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা এ দাবি জানানা। 

বিবৃতিতে সুমাইয়া সোমা বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২-১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী  মিরাজ হোসাইনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শিক্ষার্থীদের পোস্টার, প্ল্যাকার্ড ছিড়ে ফেলে এবং কর্মসূচিতে  বাধা প্রদান করে।’ 

তিনি বলেন, এসবের মধ্য দিয়ে তাঁরা অতীত ইতিহাসের জঘন্যতম কাজের পরিচয় দেয়। ছাত্রলীগের এহেন চরিত্রে আমরা তীব্র নিন্দা  এবং অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘শাবিপ্রবির ভিসি শিক্ষার্থীদের আন্দোলনে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী দিয়ে হামলা করে ফ্যাসিস্ট শাসকের পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকল শিক্ষার্থীর অভিভাবক। একজন অভিভাবক কখনোই পারেননা তার সন্তানদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করার নির্দেশ দিতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অধিকার একজন উপাচার্য কখনোই দিতে পারেনা।   আমরা অবিলম্বে ভিসি ফরিদ এর পদত্যাগের দাবি জানাই।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন