গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যান চাপায় আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মাঝুখান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় হোটেল মালিকসহ আরও ৫ জন আহত হন।
নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইনসে পণ্য খালাসের কাজ করতেন।
আহতরা হলেন-হোটেল মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ সময় চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।