হোম > সারা দেশ > গাজীপুর

পূবাইলে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত, আহত ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যান চাপায় আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মাঝুখান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় হোটেল মালিকসহ আরও ৫ জন আহত হন। 

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইনসে পণ্য খালাসের কাজ করতেন। 

আহতরা হলেন-হোটেল মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)। 

স্থানীয়রা বলেন, মীরের বাজার থেকে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান মাঝুখান বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যানটি কয়েক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে ফল ও খাবারের হোটেলে ঢুকে পড়ে। এতে ৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আলিমুজ্জামানকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। 

পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ সময় চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান