হোম > অপরাধ > ঢাকা

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি বাংলা একাডেমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শাহবাগ থানায় এমন অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে একাডেমি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’

জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ ডাকযোগে চিঠিটা বাংলা একাডেমির ঠিকানায় আসে মহাপরিচালক বরাবর। সেটা দেখার পর থানায় ডায়েরি করা হয়েছে। আনসার আল ইসলাম ও জেএমবির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।’

দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। কোন কোন হোটেলের কথা বলা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘সেটা আমি খেয়াল করিনি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন, চিঠির বিষয়ে তাঁরা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। যে সংগঠনের নামে চিঠি দেওয়া হয়েছে সেটি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন।  এদের অনেক সদস্যকে অতীতে গ্রেপ্তার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি চিঠিটির সত্যতাও যাচাই করা হবে।

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, জঙ্গি সংগঠনের নামে বইমেলায় যে হুমকি দেওয়া হয়েছে, তার ছায়া তদন্ত র‍্যাব শুরু করেছে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‍্যাবের সাদা পোশাকে ও ইউনিফর্মে থাকা সদস্যরা সবকিছু নজরদারি করছেন।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ