হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ২, আহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৩টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার শুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে। 

পুলিশ মরদেহ দুইটি হাসপাতাল থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম নামে অপর আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হোসেন মার্কেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলবাজরা গ্রামের জিল্লুর মিয়ার ছেলে জোলহাস মিয়া (২৫) ও  নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সায়েম (২৫)। তাঁরা টঙ্গীর মোক্তার বাড়ি এলাকার পৃথক দুইটি ভাড়া বাড়িতে বাস করতেন।

স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে ওই এলাকার হারুন মিয়া একটি দোতলা ভবনের থাকা একটি দোকানের সাইন বোর্ড অপসারণের কাজ করছিলেন দোকান মালিক সায়েম,জোলহাস ও শফিকুল। এ সময় কাজ করতে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ভবনটির দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোলহাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সায়েমকে চিকিৎসা দেওয়া হলে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, জোলহাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ