হোম > সারা দেশ > ঢাকা

স্টিয়ারিংয়ে মাথা রেখে মারা গেলেন জবির বাস চালক

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের চালক মো. নূরুল ইসলাম সোনাই মারা গেছেন। আজ সোমবার সকাল ৮টায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। 

নুরুল ইসলাম সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে চা পান করে মিরপুরে বাস নিয়ে যান। বাসের ড্রাইভিং সিটে থাকা অবস্থায়ই তিনি স্টিয়ারিংয়ের ওপর মাথা ঠেকিয়ে বেহুঁশ অবস্থায় পড়েন। কয়েকবার বমিও করেছেন। সেখান থেকে তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র বাসচালক। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁর পরিবারে এক মেয়ে দুই ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘সকালেই তিনি বাস নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। কিছুক্ষণ পর আমাদের কাছে খবর আসে ড্রাইভার সোনাই আর নেই।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দুপুর ১২টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে রওনা হয়েছেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন