হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে দুই থ্রি-হুইলার সংঘর্ষে ১ জনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হাইওয়ের সংযোগ সড়কে দুটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাংলাবাজার ঘাটসংলগ্ন পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়কের ৪ নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সিকান্দার মুন্সী মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার হাকিম মুন্সীর ছেলে। তিনি বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরের দিকে যাচ্ছিলেন। 

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরগামী একটি থ্রি-হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি থ্রি-হুইলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিকান্দার মুন্সী মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল বলেন, ‘দুই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন।’ 

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন