হোম > সারা দেশ > ঢাকা

খাদিজার মুক্তিতে বিলম্ব: আপিল বিভাগের নজরে আনলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বোচ্চ আদালতের আদেশের পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার কারাগার থেকে মুক্ত হতে বিলম্বের বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন তাঁর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে মুক্তির বিষয়ে তথ্য জানাতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ আদালতকে বলেন, ‘খাদিজা সোমবার সকাল ৯টার দিকে ছাড়া পেয়েছে।’ 

এর আগে আজ সোমবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি নজরে আনেন। তিনি আদালতকে বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ে খাদিজার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার তাঁর জামিন বহাল রাখা হয়। গতকাল রোববার তাঁর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে আনতে গেলেও মুক্তি দেওয়া হয়নি। পরে বিষয়টি খোঁজ নিয়ে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আদালত। 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত তার মুক্তির বিষয়ে তথ্য চেয়েছিলেন। আমি আদালতকে জানিয়েছি খাদিজা সোমবার সকাল ৯টার দিকে ছাড়া পেয়েছেন।’
 
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তি না পাওয়ার বিষয়টি আদালতের নজরে এনেছিলাম। পরে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় সকাল ৯টার দিকে খাদিজা মুক্তি পেয়েছে। এ ছাড়া কারাগারে নানা অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আদালত আমাকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার করতে বলেছেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন