হোম > সারা দেশ > ঢাকা

পল্টন থানার নাশকতার মামলায় ফখরুল ও খসরুকে গ্রেপ্তার দেখানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

এই মামলায় দুজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। কিছুক্ষণ পর ওই আবেদনের ওপর শুনানি হবে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুপুরের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরুকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিকেল তিনটার দিকে এজলাসে তোলা হয় দুজনকে। এরপর গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ২৯ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাঁর জামিনের আবেদন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

যুবদল নেতা আরিফ হত্যা: সুব্রত বাইনের মেয়ে ৫ দিনের রিমান্ডে

হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন রুমী, ধারণা স্বজনদের

সিরাজদিখানে সরকারি খালের অবৈধ স্থাপনা অপসারণ

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে