হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের আগমন ঠেকাতে সড়ক অবরোধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জে আগমন ঠেকাতে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জে আগমন ঠেকাতে সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে কোটালীপাড়া উপজেলার অবদার হাট ও নাগরা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন। লাঠিসোঁটা হাতে নিয়ে হাজারো নেতা-কর্মী সড়কে অবস্থান নেন বলে জানা গেছে। এর ফলে গোপালগঞ্জ-পয়সারহাট-কোটালীপাড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থানের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়ীয়া বলেন, ‘গোপালগঞ্জের মাটিতে কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার ওপর দিয়ে গোপালগঞ্জে যেতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আপনারা আমাদের ভাই। আপনাদের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে অবৈধ ইউনূস সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না।’

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সড়ক অবরোধ ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, তাই এখনই প্রতিরোধে গেলে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে তাঁরা আপাতত শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন।’

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩