প্রতিনিধি, রাজবাড়ী ও কালুখালী
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজিত নীলফামারী জেলার সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে ও বিমল একই এলাকার ফুলচাঁন রায়ের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, আজ ভোরে উপজেলার বোয়ালিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে সঙ্গে ধাক্কা খায় ওই দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান।