রাজধানীর মৌচাকে ভবন থেকে ইট পড়ে পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপু সানা। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক।
নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শান্তি নগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।
রমনা থানা-পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে দিপু সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।
বর্তমানে তাঁর মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল হাসপাতালে রয়েছে।
জানা যায়, সানার বাড়ি সাতক্ষীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক ছাত্রী। তার তিন বছরের বয়সের বাচ্চা রয়েছে।