অবরোধের প্রথম দিনে আড়াইহাজারে ভয়াবহ সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এর মধ্যেই অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন অবরোধ সমর্থকেরা।
বুধবার সকাল সাড়ে ৭টায় আড়াইহাজার ও রূপগঞ্জের সীমান্তবর্তী মঠখোলা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেন। পরে যানবাহনে ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে দেন তাঁরা। প্রায় ২০ মিনিট সড়ক অবরুদ্ধ রাখার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নেতা-কর্মীদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় টহল দেয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘মহাসড়কের নিরাপত্তায় পুলিশের কঠোর অবস্থান রয়েছে। আড়াইহাজারে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা আছে। যেকোনো নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত।’