হোম > সারা দেশ > গোপালগঞ্জ

দুই ঘণ্টা পর রাজবাড়ীতে ব্লকেড তুলেছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা

রাজবাড়ী প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সড়কে বিক্ষোভ। আজ বুধবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে দুই ঘণ্টা বিক্ষোভের পর রাজবাড়ীতে ‘ব্লকেট কর্মসূচি’ তুলে নিয়েছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। আজ বুধবার বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর ফলে ঢাকাগামী ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট দেখা দেয়।

এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এনসিপির নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী শাখার আহ্বায়ক মীর মাহামুদ সুজন বলেন, ‘গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা হয়েছে। এরই প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানাচ্ছি।’

মীর মাহামুদ সুজন আরও বলেন, ‘দুই ঘণ্টা পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় আমরা ব্লকেড তুলে নিয়েছি।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে