হোম > সারা দেশ > গাজীপুর

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়ার পরদিন ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার পরদিন ওই ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনার খবর পায় পুলিশ। গতকাল রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। ঘটনার পর থেকে ‘স্বামী’ পলাতক রয়েছেন। 

মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণীর নাম জান্নাতি খাতুন (১৮)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার ধনকুণ্ডি গ্রামের আরিফ শেখের মেয়ে। জান্নাতি টঙ্গীর শৈলারগাতি এলাকার জনৈক ইয়াসিনের বাড়ির তিনতলায় একটি ঘর ভাড়া নেন। নিহত জান্নাতির স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম জালাল। এ ছাড়া তার সম্পর্কে সঠিক কোনো তথ্য পায়নি পুলিশ। 

পুলিশ বলছে, গতকাল রোববার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে জালাল ও জান্নাতি ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। পরে ওই ঘরে রাত যাপন করেন তাঁঁরা। পরদিন সোমবার বিকেলে পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া তাঁদের খোঁজ করতে গেলে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় মেঝেতে পাতা বিছানায় জান্নাতির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার রাতে শ্বাসরোধে জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়া রোজিনা আক্তার বলেন, ‘দিনভর দেখা না পেয়ে বিকেলে তাঁদের ঘরে গিয়ে মেঝেতে পাতা বিছানায় জান্নাতির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। তাঁর স্বামীকে দেখা যায়নি।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘স্বামী পরিচয়দানকারী জালালের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।’ 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার