হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও লুট করা টাকা উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার জোবায়ের হোসেন (২২) ও ঢাকার দোহারের মৃদুল (২০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ভোরে আক্কাস সবজি কেনার জন্য যাত্রাবাড়ীর উদ্দেশে বের হন। পথে মিজমিজি রেকমত আলী হাই স্কুলের পাশে পৌঁছালে আসামিরা তাঁর টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আক্কাস বাধা দেন। তখনই আসামিরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টহল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির