হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের সাদিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নিহত সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ। 

নিহত সাদিকুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। 

সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ বলেন, ‘মোটরসাইকেল দিয়ে মধুপুর যাওয়ার সময় বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তার বিপরীত দিক থেকে আসা সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাদিক হার্ড ব্রেক করে। ব্রেক করার সঙ্গে সঙ্গে সে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।’ 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, ‘কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি। টাঙ্গাইলের মধুপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বেশি কিছু জানা যায়নি।’

এদিকে, সাদিকুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহপাঠীদের মধ্যে। ফেসবুকে সাদিকুলকে নিয়ে নানান আবেগঘন পোস্ট দিচ্ছেন তারা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন