হোম > সারা দেশ > ঢাকা

ফার্মগেটে ট্রাফিক পুলিশ সদস্য খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মো. মনিরুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। 

আজ শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে মনিরুজ্জামান খুন হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিনি কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হয়েছেন। 

আজিমুল হক জানান, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’

ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে আজ শনিবার ভোরে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে ফার্মগেটের দিকে আসছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি খুন হন।

তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট