হোম > সারা দেশ > ঢাকা

ফার্মগেটে ট্রাফিক পুলিশ সদস্য খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পর রাজধানীর ফার্মগেট এলাকায় এক ট্রাফিক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মো. মনিরুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। 

আজ শনিবার ভোরে ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে মনিরুজ্জামান খুন হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। ট্রাফিক পুলিশ সদস্য নিহতের বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিনি কীভাবে খুন হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হয়েছেন। 

আজিমুল হক জানান, ‘একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে তাঁকে হত্যার কারণ এখনো জানা যায়নি। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছেন। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।’

ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে আজ শনিবার ভোরে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে ফার্মগেটের দিকে আসছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি খুন হন।

তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে তারা।

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’