হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশ কর্মকর্তাসহ ২ জনকে কামড় দিল রিকশাচালক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় পুলিশ কর্মকর্তাসহ দুজনকে কামড় দেওয়ায় রিকশাচালক দেলোয়ার হোসেনকে (২৭) আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। 

আটক দেলোয়ার হোসেনের বাবার নাম নূরুল ইসলাম। দেলোয়ার টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন। 

পুলিশ জানান, আজ দুপুরে দেলোয়ারের রিকশায় করে দুই আরোহী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন। এ সময় ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে রিকশাচালক ওই দুই আরোহীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করলে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আসেন। 

পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও দেলোয়ারকে আটক করা হয়। ওই সময় পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙুলে কামড় দেন রিকশাচালক। এ সময় পাশে থাকা স্থানীয় যুবক ইমন এগিয়ে এলে তাঁকেও কামড়ে দেন দেলোয়ার। পরে তাঁদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

রিকশাচালক দেলোয়ার বলেন, ‘ভাড়া নিয়ে আরোহীদের সঙ্গে ঝগড়া হয়। পুলিশ আমার কোনো কথা শুনছিল না। তাই কামড় দিয়েছি।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) রবিউল আজম বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশাচালক দেলোয়ার মাদকসেবী। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে