হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ফারদিন নূর পরশ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাটসংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ফারদিন নূর পরশ ফতুল্লার নয়ামাটি দেউলপাড়া এলাকার কাজী নূর উদ্দিন রানার ছেলে। তিনি ঢাকার শান্তিবাগের কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৮তম ব্যাচের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার নৌ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

পুলিশ জানায়, গত ৫ সভেম্বর রামপুরা থানায় ফারদিনের নিখোঁজসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের দাবি, গত ৪ নভেম্বর বেলা ৩টায় বুয়েট আবাসিক হলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। পরদিন ৫ নভেম্বর তাঁর পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নেননি। এর পরই পরিবার থেকে রামপুরা থানায় জিডি করা হয়।

এ বিষয়ে সদর নৌ থানার পরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। পরে পরিচয় নিশ্চিত হওয়া গেলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি