হোম > অপরাধ > ঢাকা

কারখানার ভেতর নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড়ে একটি কারখানার ভেতরে এক নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৪ জুন সকালে ভুইগড় রঘুনাথপুর এলাকার ‘আলিফ গার্মেন্টস’ এ ঘটনা ঘটে। এই বিষয়ে প্রথমে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে সুরাহা না পাওয়ায় আজ শনিবার দুই আসামির বিরুদ্ধে এই মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।

ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।

সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বিপ্লব কুমার দত্ত বলেন, মামলা দায়ের করা হয়েছে। আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ একটি হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ