হোম > সারা দেশ > গাজীপুর

নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লার নির্বাচন পরিচালনার জন্য মহানগর আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ ৯ নেতাকে উপদেষ্টা ও ১০২ জনকে পরিচালনা কমিটিতে রাখা হয়েছে। 

এ ছাড়া নির্বাচন পরিচালনার বিষয়টি সমন্বয়ের জন্য চারজনের সমন্বয়ে একটি দপ্তর সেল খোলা হয়েছে। এসব বিষয় নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর সেলের প্রধান সমন্বয়কারী আনোয়ার সাদাত সরকার। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির ৯ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া ও রোমানা আলী টুসি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা ও গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। 

আনোয়ার সাদাত বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম ও মো. আফজাল হোসেন সরকার রিপন।’ 

কমিটির সদস্যসচিব হলেন মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৯৭ জন নেতাকে সদস্য রাখা হয়েছে বলে জানান আনোয়ার সাদাত।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা